একটি নতুন কমিউনিটি শুরু করার সময় বা WhatsApp-এ কমিউনিটিগুলিতে আপনার গ্রুপ যোগ করার সময় এই মূল বিষয়গুলি ভেবে দেখুন৷
একটি ফলপ্রসূ কমিউনিটির অভিজ্ঞতা তৈরি করতে এবং বজায় রাখতে আপনার অ্য়াডমিন এবং সদস্যদের ক্ষমতা দিন ও সহযোগিতা করুন।
কীভাবে বিভিন্ন সেক্টরের লোকেরা তাদের কমিউনিটি বড় করে তোলার জন্য WhatsApp ব্যবহার করছেন দেখুন।
নিরাপত্তা হলো WhatsApp অভিজ্ঞতার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনার কমিউনিটিকে নিরাপদ জায়গা হিসেবে রাখা গুরুত্বপূর্ণ, যেখানে লোকেরা অর্থপূর্ণভাবে একে অপরের সাথে সংযুক্ত হতে পারবেন। আপনাকে ও আপনার সদস্যদেরকে নিরাপদ রাখতে সাহায্য করার জন্য নিচে তালিকাভুক্ত টুল ও বৈশিষ্ট্যগুলি আমরা তৈরি করেছি।
গোপনীয়তা ও নিরাপত্তা আমাদের ডিএনএ-তে আছে, আর এজন্যই কমিউনিটিতে আমরা এন্ড-টু-এন্ড এনক্রিপশন তৈরি করেছি। এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মানে হলো শুধুমাত্র আপনি এবং যে ব্যক্তির সাথে যোগাযোগ করছেন সেই ব্যক্তি ছাড়া পাঠানো মেসেজ কেউ পড়তে বা শুনতে পাবেন না। মাঝখানে কেউই থাকে না, এমনকি WhatsApp-ও থাকে না।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন সম্পর্কে আরও অনেক কিছু।
আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখতে, আপনাকে দুই ধাপে যাচাইকরণ চালু করতে হবে। কেউ যদি কোনো আলাদা ডিভাইস থেকে আপনার WhatsApp অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করেন, তাহলে তাকে আপনার ফোন নম্বরে পাঠানো ৬ সংখ্যার কোড লিখতে হবে, সেই সঙ্গে অতিরিক্ত পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর (পিন) লিখতে হবে। কারোর সঙ্গে কখনই আপনার পিন শেয়ার করবেন না। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে, আপনি নিজের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ব্যবহার করে, আপনার ফোনে এবং/বা ডেস্কটপে WhatsApp অ্যাকাউন্ট লক করতে পারবেন।
আপনি মেসেজটি পাঠানোর পর সেটি ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন পর চলে যাওয়ার নির্দিষ্ট সময়সীমা সেট আপ করতে পারবেন। আরও গোপনীয়তা প্রদানের জন্য আপনি এমন ফটো ও ভিডিও পাঠাতে পারবেন যেগুলি প্রাপক একবার খোলার পর আপনার WhatsApp চ্যাট থেকে চলে যাবে। যাতে গুজব, ভাইরাল মেসেজ ও ভুয়ো খবর ছড়িয়ে না পড়ে, সেই জন্য আপনি যা ফরোয়ার্ড করেন তা নিয়ে সতর্ক থাকবেন - বিশেষ করে এটি একটি চেন মেসেজ হলে এবং "বহু বার ফরোয়ার্ড করা হয়েছে" লেবেল দেখা গেলে।
আপনি নির্দিষ্ট পরিচিতিদেরকে ব্লক করে তাদের পাঠানো মেসেজ, কল ও স্ট্যাটাস আপডেট পাওয়া বন্ধ করতে পারবেন। এছাড়াও, আপনি সিঙ্গেল মেসেজে অনেকক্ষণ চেপে ধরে রেখে সমস্যাযুক্ত মেসেজ ও অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন।
অ্যাডমিন হিসেবে, আপনার কাছে নিজের কমিউনিটিকে নিরাপদ রাখার ক্ষমতা আছে। কে বা কারা কোনো গ্রুপের বিষয়, আইকন ও বর্ণনা পরিবর্তন করতে পারবেন, আপনি তা সীমাবদ্ধ করতে পারবেন।
অ্যাডমিনরা কমিউনিটি থেকে অবাঞ্ছিত মেসেজ বাদ দিতে বা ঝামেলা সৃষ্টিকারী সদস্যদের সরিয়ে দিতে পারবেন। এছাড়াও, আপনি প্রয়োজন হলে কোনো গ্রুপকে সরাতে বা কোনো কমিউনিটিকে নিষ্ক্রিয় করতে পারবেন। যোগ দেওয়ার জন্য নতুন সদস্যদের আমন্ত্রণ জানানোর সময়, আপনার গ্রুপে কোনো পাবলিক ফোরামে বা ওয়েবসাইটে লিঙ্কটি পোস্ট করবেন না, শুধুমাত্র আপনি জানেন এমন লোকেদের সাথে এটি শেয়ার করুন।
সদস্য হিসেবে, আপনি স্থির করবেন যে আপনাকে গ্রুপে কে বা কারা যোগ করবেন। আপনাকে যে গ্রুপে যোগ করা হয়েছে সেটি থেকে আপনি বেরিয়ে আসতে চাইলে, আপনি চুপচাপ বেরিয়ে আসতে পারেন। শুধুমাত্র অ্যাডমিন জানতে পারবেন।
সদস্যরা কমিউনিটি থেকে বেরিয়ে আসার বৈশিষ্ট্য ব্যবহার করে, কোনো কমিউনিটি থেকে বেরিয়ে আসতে পারবেন। WhatsApp-এর কাছে অনুপযুক্ত বা ক্ষতিকারক কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করতে হবে, যাতে এটি আমাদের সুরক্ষিত রাখতে সাহায্য করে। যদি কোনও কমিউনিটি বেশি কোলাহলপূর্ণ হয়ে ওঠে, তাহলে সদস্যরা গ্রুপের বিজ্ঞপ্তি মিউট করতে পারবেন।
WhatsApp কমিউনিটির নিরাপত্তা ও গোপনীয়তা সংক্রান্ত আরও অনেক কিছু।