বন্ধুদের সাথে দেখার করার জন্য সহজে পরিকল্পনা করা হোক বা ইমেজ তৈরি করে গ্রুপ চ্যাটে শেয়ার করা যাই হোক না কেন, Meta AI-এর সাহায্যে সব কিছু সহজে করা যায় এবং এই সব কিছুতেই WhatsApp-এর নিরাপত্তা ও প্রাইভেসি বজায় থাকে।
সব ইউজাররা ফিচার নাও পেতে পারেন। উপলভ্যতা সম্পর্কে আরও জানুন এখানে।
টেক্সট বা ভয়েস যেভাবে খুশি Meta AI-এর সাহায্য নিন—তা গণিতের সমস্যার সমাধান করা হোক বা ফটো এডিট করা বা গ্রুপ চ্যাটে সবাই একমত হবেন এমন কোনো রেস্টুরেন্ট খুঁজে বের করা যাই হোক না কেন।
নিজের ফটো এডিট করতে বা নতুন AI-জেনারেটেড ফটো তৈরি করে আপনার গ্রুপ আইকন হিসাবে ব্যবহার করতে, ভিডিও কলের জন্য ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করতে বা চ্যাটে পাঠাতে Meta AI ব্যবহার করে নিজের ধারণাগুলোকে বাস্তব রূপ দিন।
না পড়া মেসেজ যদি জমে যায়, তাহলে Meta AI চটপট সেগুলোর সারাংশ দিতে পারে, যাতে আপনি সহজেই আবার কথোপকথনে ফিরে যেতে পারেন। Meta বা WhatsApp আপনার মেসেজ না পড়েই, প্রাইভেট প্রসেসিং প্রযুক্তির সাহায্যে Meta AI-কে তা প্রসেস করার অনুমতি দেয়।
WhatsApp-এ AI-এর সুবিধা কীভাবে ব্যবহার করবেন, তা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে থাকে। বরাবরের মত, আপনার ব্যক্তিগত মেসেজ ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকে। আপনার ব্যক্তিগত মেসেজ ব্যবহার করে এমন ফিচারগুলোর ক্ষেত্রে, প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি Meta AI-কে উত্তর দেওয়ার অনুমতি দেয় এবং সেক্ষেত্রে Meta বা WhatsApp আপনার মেসেজ পড়তে পারে না।
Meta AI সাহায্য করতে প্রস্তুত এবং এটি ব্যবহার করার অনেক উপায় রয়েছে—যেমন, আপনি চ্যাটেই জিজ্ঞাসা করতে পারেন বা WhatsApp-এ অন্য কোনো AI অভিজ্ঞতা খুঁজে নিতে পারেন।
আরও জানতে, কিছু তৈরি করতে ও খুঁজতে, Meta AI-এর সাথে চ্যাট করুন। ছুটিতে বেড়াতে যাওয়ার গন্তব্যের বিষয়ে রিসার্চ করা থেকে শুরু করে, সঠিক শব্দ ব্যবহার করে মেসেজ লেখা পর্যন্ত সব বিষয়েই Meta AI সাহায্য করতে পারে।
যা খুশি কল্পনা করে Meta AI-এর সাহায্যে তা তৈরি করুন, সেলফি আপলোড করুন, নিজেকে কোনো পরিস্থিতিতে কল্পনা করুন এবং গ্রুপ চ্যাটে সেটির ফলাফল শেয়ার করুন।
ঠিক যেভাবে চান, সেভাবেই নিজের ফটো পান। Meta AI-এর সাহায্যে নতুন ব্যাকগ্রাউন্ড যোগ করুন, কোনো কিছু সরিয়ে দিন, ছবি তৈরি এবং আরও অনেক কিছু করুন।
আপনি যদি আপনার অজানা কোনো উদ্ভিদের ফটো তুলে থাকেন বা গণিতের কোনো ধারণা সম্পর্কে বোঝার প্রয়োজন হয়, তাহলে আপনার ফটো কী বিষয়ে তা জানতে Meta AI ব্যবহার করুন।