কনটেন্টের তালিকা
WhatsApp LLC (আপনি যদি ইউকে বা ইউরোপীয় অঞ্চল-এর বাইরে বসবাস করেন) এবং WhatsApp Ireland Limited (আপনি যদি ইউরোপীয় অঞ্চল-এ বসবাস করেন) (সম্মিলিতভাবে "WhatsApp," "আমাদের," "আমরা," বা "আমাদের") লোকেদেরকে এবং সংগঠনগুলোকে নিজেদের মেধাসম্পত্তির অধিকার সুরক্ষিত রাখতে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ইউজাররা আমাদের অ্যাপ, পরিষেবা, ফিচার, সফ্টওয়্যার বা ওয়েবসাইট (একত্রে, "পরিষেবা") ইনস্টল, অ্যাক্সেস বা ব্যবহার করে আমাদের পরিষেবার শর্তাবলীতে (শর্তাবলী) সম্মত হন। আমাদের শর্তাবলী আমাদের ইউজারদের, আমাদের কোনো পরিষেবা ব্যবহার করার সময়, অন্য কারোর কপিরাইট ও ট্রেডমার্ক সহ তার মেধা সম্পত্তি অধিকার লঙ্ঘন করার অনুমতি দেয় না।
আমাদের প্রাইভেসি পলিসিতে দেওয়া আরও বিস্তারিত ব্যাখ্যা অনুসারে, আমরা নিজেদের পরিষেবা দেওয়ার স্বাভাবিক প্রক্রিয়ায় ইউজারদের মেসেজ নিজেদের কাছে রাখি না। তবে, আমাদের ব্যবহারকারীরা তাদের চ্যানেলের কনটেন্টের পাশাপাশি অ্যাকাউন্টের তথ্যের অংশ হিসাবে নিজের প্রোফাইলের ছবি, প্রোফাইলের নাম বা পরিচয় বিভাগ সংক্রান্ত মেসেজ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিলে, আমরা তাদের অ্যাকাউন্টের তথ্য দিয়ে থাকি।
কপিরাইট হলো একটি আইনি অধিকার, যা সৃষ্টিকারীর আসল কাজকে (যেমন: বই, মিউজিক, ফিল্ম, আর্ট) সুরক্ষিত রাখার চেষ্টা করে। সাধারণত, কপিরাইট শব্দ বা ইমেজের মতো আসল ভাবভঙ্গিকে সুরক্ষিত রাখে। এটি বিষয় ও ধারণাকে সুরক্ষিত রাখে না, যদিও এটি কোনো ধারণাকে বর্ণনা করার জন্য ব্যবহৃত আসল শব্দ বা ইমেজকে সুরক্ষিত রাখতে পারে। এছাড়াও, নাম, শিরোনাম ও স্লোগানের মতো জিনিসগুলিকে কপিরাইট সুরক্ষিত রাখে না, তবে ট্রেডমার্ক নামক অন্য আইনি অধিকারটি এগুলিকে সুরক্ষিত রাখতে পারে।
আপনি যদি বিশ্বাস করেন আপনার কপিরাইট করা কাজকে WhatsApp-এ থাকা কোনো কনটেন্ট লঙ্ঘন করেছে, তাহলে যোগাযোগের ফর্ম পূরণ করে সেটির বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন।
WhatsApp LLC
Attn: WhatsApp Copyright Agent
1 Meta Way,
Menlo Park, CA 94025
United States of America
কপিরাইট লঙ্ঘনের দাবি সংক্রান্ত রিপোর্ট করার আগে, আপনার বিশ্বাস অনুযায়ী যে WhatsApp ইউজার আপনার কপিরাইট লঙ্ঘন করে থাকতে পারেন, আপনি সেই WhatsApp ইউজারকে মেসেজ পাঠাতে পারেন। আপনি সরাসরি তার সাথে সমস্যাটির সমাধান করতে পারেন।
ট্রেডমার্ক হলো কোনো শব্দ, স্লোগান, চিহ্ন বা ডিজাইন (যেমন: ব্র্যান্ডের নাম, লোগো) যা কোনো ব্যক্তি, গ্রুপ বা কোম্পানির অফার করা প্রোডাক্ট বা পরিষেবাকে অন্যদের থেকে আলাদা করে। সাধারণত, কে বা কারা কোনো প্রোডাক্ট বা পরিষেবা দেন বা এর জন্য অনুমোদিত, ট্রেডমার্ক সংক্রান্ত আইনটি ক্রেতাদের সেই সম্পর্কিত বিভ্রান্তি দূর করে।
আপনি যদি বিশ্বাস করেন আপনার ট্রেডমার্ক থাকা কাজকে WhatsApp-এ থাকা কোনো কনটেন্ট লঙ্ঘন করেছে, তাহলে যোগাযোগের ফর্ম পূরণ করে সেটির বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন।
ট্রেডমার্ক লঙ্ঘনের দাবি সংক্রান্ত রিপোর্ট করার আগে, আপনার বিশ্বাস অনুযায়ী যে WhatsApp ইউজার আপনার ট্রেডমার্ক লঙ্ঘন করে থাকতে পারেন, আপনি সেই WhatsApp ইউজারকে মেসেজ পাঠাতে পারেন। আপনি সরাসরি তার সাথে সমস্যাটির সমাধান করতে পারেন।
যদি কোনো ব্যক্তি বারবার মেধা সম্পত্তির অধিকার লঙ্ঘন করে, এমন কনটেন্ট পোস্ট করেন, তাহলে নিচের বিষয়গুলি ঘটতে পারে:
আমাদের নেওয়া কোনো পদক্ষেপ, আবেদনের কারণে বা স্বত্বাধিকারী মালিক নিজে রিপোর্ট তুলে নেওয়ার কারণে ফেরানো হলে, আমরা তা আমাদের বার বার শর্ত লঙ্ঘনকারী সংক্রান্ত নীতির অধীনে বিবেচনা করব।
মেধা সম্পত্তি সংক্রান্ত কোনো রিপোর্টের কারণে আমরা যদি আপনার চ্যানেলের কনটেন্ট সরিয়ে দিই এবং আপনি যদি বিশ্বাস করেন আমাদের তা করা উচিত হয়নি, তাহলে একটি আবেদন জমা দিতে পারেন।
আপনার চ্যানেলের ক্ষেত্রে গৃহীত মেধা সম্পত্তি সংক্রান্ত পদক্ষেপের বিষয়ে আবেদন করতে, ব্যানারে থাকা চ্যানেলের অ্যালার্টে বা আপনার চ্যানেলের নাম > চ্যানেলের অ্যালার্টে ট্যাপ করুন।