কার্যকরী তারিখ: 16 জুন, 2025
আপনি (এখানে আপনি, আপনার ও/বা সাবস্ক্রাইবার হিসাবে উল্লেখ করা হয়েছে) কোনো চ্যানেলের সাবস্ক্রিপশন কিনলে ও তাতে অংশগ্রহণ (নিচের ব্যাখ্যা অনুসারে) করলে, WhatsApp চ্যানেল সাবস্ক্রিপশনের সাবস্ক্রাইবার পরিষেবার এই শর্তাবলী (“চ্যানেল সাবস্ক্রাইবারের শর্তাবলী” বা “শর্তাবলী”) অনুসারে তা পরিচালিত হয়। চ্যানেলের সাবস্ক্রিপশনে যোগ দিয়ে নয়তো অন্য কোনোভাবে অংশগ্রহণ করে, আপনি এই চ্যানেল সাবস্ক্রাইবারের শর্তাবলীতে সম্মত হচ্ছেন। চ্যানেল সাবস্ক্রাইবারের এই শর্তাবলী ভালো করে পড়ুন।
চ্যানেলের মালিক(গণ) বলতে এমন ব্যক্তি বা সত্তাকে বোঝায়, যিনি বা যা চ্যানেলের সাবস্ক্রিপশনের কনটেন্ট সহ WhatsApp চ্যানেলের মালিক।
চ্যানেলের সাবস্ক্রিপশন বলতে বোঝায় চ্যানেলের মালিকের চ্যানেলের সাবস্ক্রিপশনের কনটেন্ট ও/বা নির্দিষ্ট কিছু ডিজিটাল ফিচার অ্যাক্সেসের বিনিময়ে, WhatsApp-এ উপলভ্য একটি অটোমেটিক পুনরাবৃত্তিমূলক মাসিক সাবস্ক্রিপশন।
চ্যানেলের সাবস্ক্রিপশনের কনটেন্ট বলতে বোঝায় চ্যানেল মালিকের চ্যানেল সাবস্ক্রিপশনে সাবস্ক্রাইব করলে, চ্যানেলের মালিক সাবস্ক্রাইবারদের যে কনটেন্ট দেন।
আপনি বা সাবস্ক্রাইবার বলতে এমন যে কোনো ব্যক্তিকে বোঝানো হয়, যিনি WhatsApp-এর কাছ থেকে চ্যানেলের সাবস্ক্রিপশন কিনেছেন।
রিনিউ করার তারিখ বলতে আপনার সাবস্ক্রিপশনের তারিখের পর, সাবস্ক্রিপশনের তারিখ, ক্যালেন্ডারের যে দিনে বা ক্যালেন্ডারের যে মাস ও তারিখে (প্রযোজ্য অনুসারে) রয়েছে, ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের সেই নির্ধারিত তারিখ অথবা প্রতি বছরের সেই ক্যালেন্ডার মাস ও দিন (প্রতিটি ক্ষেত্রে, প্রযোজ্য অনুসারে)। প্রতিটি রিনিউ করার তারিখে, আপনার চ্যানেলের সাবস্ক্রিপশন অটোমেটিক রিনিউ করা হবে এবং পরবর্তী আরেকটি সাবস্ক্রিপশন মেয়াদের জন্য আপনার কাছ থেকে চার্জ কাটা হবে, যদি না আপনি চ্যানেলের সাবস্ক্রিপশন বাতিল করেন অথবা আপনার চ্যানেলের সাবস্ক্রিপশন নিচের শর্তাবলী অনুসারে বাতিল করা হয়। উদাহরণ, আপনি মাসিক সাবস্ক্রিপশন বেছে নিলে এবং আপনার সাবস্ক্রিপশনের তারিখ (নিচের বর্ণনা অনুসারে) ১৫ ফেব্রুয়ারি হলে, আপনি চ্যানেলের সাবস্ক্রিপশন বাতিল না করা অথবা আপনার চ্যানেলের সাবস্ক্রিপশন অন্য কোনো কারণে বাতিল না হওয়া পর্যন্ত একই ক্যালেন্ডার বছরের ১৫ মার্চ এবং পরবর্তী প্রতি মাসের ১৫ তারিখে আপনার কাছ থেকে চার্জ কাটা হবে। আপনি চ্যানেলের সাবস্ক্রিপশনের জন্য এমন কোনো তারিখে পেমেন্ট করলে যে তারিখটি একটি নির্দিষ্ট মাসে নেই, তাহলে আপনার রিনিউ করার তারিখটি সেই মাসের শেষ দিন হবে। উদাহরণ, আপনার সাবস্ক্রিপশনের তারিখ ৩১ মার্চ হলে, রিনিউ করার প্রথম তারিখ হবে ৩০ এপ্রিল এবং পরবর্তী সব রিনিউ করার তারিখ পরবর্তী মাসগুলোর ৩০ তম দিনে হবে।
সাবস্ক্রিপশনের তারিখ বলতে বোঝায় যে তারিখে আপনি এই শর্তাবলী গ্রহণ করেছেন।
সাবস্ক্রিপশনের মেয়াদ বলতে আপনার সাবস্ক্রিপশনের তারিখ থেকে প্রতি এক মাসের সময়কালকে বোঝায়। উদাহরণ, আপনি মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান নিলে এবং আপনার সাবস্ক্রিপশনের তারিখ ১৫ মার্চ হলে, বর্তমান সাবস্ক্রিপশনের মেয়াদ একই ক্যালেন্ডার বছরের ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এবং পরবর্তী সাবস্ক্রিপশনের মেয়াদ অটোমেটিক একই ক্যালেন্ডার বছরের ১৫ এপ্রিল থেকে শুরু হবে।
থার্ড-পার্টি প্ল্যাটফর্ম পরিষেবা প্রদানকারী(গণ) বলতে বোঝায় Apple App Store বা Google Play-র মতো WhatsApp-এর বাইরের প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আপনি চ্যানেলের সাবস্ক্রিপশন কেনেন।