টেক্সট
সহজ, নির্ভরযোগ্য মেসেজ আদান প্রদান
আপনার বন্ধু এবং পরিবারকে বিনামূল্যে* মেসেজ পাঠান। WhatsApp ফোনের ইন্টারনেট কানেকশন ব্যবহার করে মেসেজ পাঠায় যাতে এসএমএস চার্জ আপনাকে দিতে না হয়।
গ্রুপ চ্যাট
প্রায়শই যোগাযোগ করা গ্রুপ
আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যেমন পরিবার অথবা সহকর্মীদের সাথে যোগাযোগ রাখতে গ্রুপ তৈরি করতে পারেন। গ্রুপ চ্যাটের মাধ্যমে আপনি সর্বাধিক ২৫৬ জনের সাথে মেসেজ, ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবেন। গ্রুপের নাম দিতে, মিউট করতে অথবা নিজের মতন বিজ্ঞপ্তি কাস্টমাইজ করা ছাড়াও আরও অনেককিছু করতে পারবেন।
ওয়েব এবং ডেস্কটপে WhatsApp
কথোপকথন চালিয়ে যেতে
WhatsApp-এর ওয়েব এবং ডেস্কটপ ভার্সন ব্যবহার করে, আপনি নিজের সব চ্যাট কম্পিউটারে সিঙ্ক করতে পারবেন যার ফলে নিজের সুবিধামত ডিভাইস ব্যবহার করে চ্যাট করা চালিয়ে যেতে পারবেন। এখনই শুরু করতে ডেস্কটপের অ্যাপ ডাউনলোড করুন অথবা web.whatsapp.com-এ যান
WhatsApp ভয়েস ও ভিডিও কল
অবাধে কথা বলুন
ভয়েস কলের মাধ্যমে আপনি নিজের বন্ধু ও পরিবারের সাথে যদি তারা অন্য দেশে থাকে তাহলেওবিনামূল্যে*কথা বলুন, এবং বিনামূল্যের*শুধুমাত্র কথা বলা বা টেক্সট পাঠানোই যথেষ্ট নয় ভিডিও কলের মাধ্যমে আপনি তাদের সাথে মুখোমুখি কথা বলতে পারবেন। WhatsApp ভয়েস এবং ভিডিও কলের জন্য আপনার ফোনের ইন্টারনেট কানেকশন ব্যবহার করে তাই ফোনের কল চার্জের বিষয়ে চিন্তিত হবে না।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন
ডিফল্ট নিরাপত্তা ব্যবস্থা
আপনার জীবনের সবচেয়ে ব্যক্তিগত কিছু মুহূর্ত যাতে শেয়ার করতে পারেন সেই জন্য WhatsApp-এর লেটেস্ট ভার্সনে এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতি আনা হয়েছে। এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড করা থাকলে আপনার মেসেজ, কল নিরাপদ থাকবে এবং আপনার পরিচিতিদের পাঠানো মেসেজ শুধুমাত্র আপনাদের মধ্যেই থাকবে অন্য কেউ এমনকি WhatsApp তা শুনতে এবং পড়তে পারবে না।
ফটো এবং ভিডিও
জীবনের স্বরণীয় মুহূর্ত শেয়ার করুন
WhatsApp এ ফটো এবং ভিডিও তুলেই পাঠান। বিল্ট-ইন ক্যামেরা দিয়ে আপনার জীবনের স্বরণীয় মুহূর্তের ছবি তুলে রাখুন। আপনার ইন্টারনেট কানেকশন খারাপ হলেও WhatsApp দিয়ে, ফটো এবং ভিডিও তুলে দ্রুত এবং সহজে পাঠাতে পারবেন।
ভয়েস মেসেজ
আপনি যা ভাবছেন তা লিখুন
কিছু কিছু সময়ে আপনার কন্ঠস্বর অনেক কথা বলে দিতে পারে। একবার ট্যাপ করে ভয়েস মেসেজ রেকর্ড করতে পারবেন, যেটি হঠাৎ করে 'হ্যালো' অথবা কোনও বড় গল্প বলার চেয়ে অনেক বেশি কাজ করবে।
ডকুমেন্ট
আরও সহজে ডকুমেন্ট শেয়ার করুন
ইমেল অথবা কোনও ফাইল শেয়ারিং অ্যাপ ছাড়াই, পিডিএফ, ডকুমেন্ট, স্প্রেডশিট, স্লাইড শো এবং আরও অনেক কিছু পাঠান। আপনি ১০০ এমবি পর্যন্ত ডকুমেন্ট পাঠাতে পারবেন, এর মানে সহজেই যার কাছ থেকে যেটা প্রয়োজন সেটা পেতে পারেন।