টেক্সট
সহজ, নির্ভরযোগ্য মেসেজ আদান প্রদান
আপনার বন্ধু ও পরিবারের কাছে বিনামূল্যে* মেসেজ পাঠান। WhatsApp আপনার ফোনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে মেসেজ পাঠায় যাতে আপনি এসএমএস ফি এড়াতে পারেন।
গ্রুপ চ্যাট
গ্রুপের সাথে যোগাযোগ রাখুন
যে লোকগুলো আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ তাদের সাথে যোগাযোগ রাখুন, যেমন আপনার পরিবার অথবা সহকর্মী। গ্রুপ চ্যাটের মাধ্যমে আপনি একবারে ২৫৬ জনের সাথে মেসেজ, ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবেন। গ্রুপের নাম দিতে ও মিউট করতে পারবেন অথবা বিজ্ঞপ্তিগুলোকে কাস্টমাইজ করা ছাড়াও আরও অনেক কিছু করতে পারবেন।
ওয়েব এবং ডেক্সটপে WhatsApp
কথোপকথন চালিয়ে যান
WhatsApp Web এবং ডেস্কটপ ভার্সন ব্যবহার করে, আপনি আপনার সকল চ্যাট কম্পিউটারে সিঙ্ক করতে পারবেন যার ফলে আপনি আপনার সুবিধামত ডিভাইস ব্যবহার করে চ্যাট করা চালিয়ে যেতে পারবেন। এখনই শুরু করতে ডেস্কটপের অ্যাপ ডাউনলোড করুন অথবা web.whatsapp.com ভিজিট করুন।
WhatsApp ভয়েস ও ভিডিও কল
স্বচ্ছন্দে কথা বলুন
ভয়েস কলের মাধ্যমে আপনি আপনার বন্ধু ও পরিবারের সাথে বিনামূল্যে* কথা বলতে পারবেন, যদি তারা অন্য দেশে থাকে তবুও। এবং বিনামূল্যের* ভিডিও কলের মাধ্যমে আপনি তাদের সাথে মুখোমুখি কথা বলতে পারবেন তখন শুধুমাত্র কথা বলা বা টেক্সট পাঠানোই যথেষ্ট নয়। WhatsApp ভয়েস এবং ভিডিও কলের জন্য আপনার ফোনের ভয়েস মিনিটের পরিবর্তে ফোনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে, যেন আপনাকে ব্যয়বহুল কল চার্জ নিয়ে চিন্তা করতে না হয়।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন
সাধারণ নিরাপত্তা ব্যবস্থা
আপনার অত্যন্ত ব্যক্তিগত কিছু মুহুর্ত WhatsApp এ শেয়ার করা হয়, আর তাই আমরা আমাদের অ্যাপের সর্বশেষ ভার্সনে এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতি তৈরি করেছি। যখন এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে, আপনার মেসেজ এবং কলগুলো নিরাপদ থাকবে যার ফলে আপনি এবং আপনি যে ব্যক্তির সাথে যোগাযোগ করছেন তিনিই শুধু সেগুলো পড়তে অথবা শুনতে পারবে, মধ্যবর্তী কেউ নয়, এমনকি WhatsApp ও না।
ছবি এবং ভিডিও
গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো শেয়ার করুন
WhatsApp এ তাত্ক্ষণিক ছবি এবং ভিডিও পাঠান। বিল্ট-ইন ক্যামেরা দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মুহুর্তগুলোকে ধরে রাখুন। WhatsApp দিয়ে, ছবি এবং ভিডিও দ্রুত পাঠাতে পারবেন, আপনার কানেকশন ধীরগতির হলেও।
ভয়েস মেসেজগুলো
আপনার মনের কথা বলুন
অনেকসময়, আপনার ভয়েস সবকিছু বলে দিতে পারে। শুধুমাত্র একবার ট্যাপ করে আপনি ভয়েস মেসেজ রেকর্ড করতে পারবেন, যা দ্রুত হ্যালো বলা অথবা বড় কোনও স্টোরির জন্য উপযুক্ত।
ডকুমেন্টস
ডকুমেন্ট শেয়ারিং আরও সহজ হয়েছে
ইমেল বা কোনও ফাইল শেয়ারিং অ্যাপের ঝামেলা ছাড়াই PDF, ডকুমেন্ট, স্প্রেডশিট, স্লাইড শো এবং আরও অনেক কিছু পাঠান। আপনি ১০০ এমবি পর্যন্ত ডকুমেন্ট পাঠাতে পারবেন, এর অর্থ আপনি সহজেই যার কাছ থেকে যেটা প্রয়োজন সেটা পেতে পারেন।