আপনার বন্ধুবান্ধব ও পরিবারকে ফ্রিতে মেসেজ পাঠান।* WhatsApp আপনার ফোনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে মেসেজ পাঠায়, তাই আপনার কোনও SMS চার্জ কাটে না
।
আপনার পরিবার বা সহকর্মীদের সাথে যোগাযোগ রাখতে গ্রুপ চ্যাট ব্যবহার করুন। গ্রুপ চ্যাটের সাহায্যে আপনি একবারে 256 জনের সাথে মেসেজ, ফটো ও ভিডিও শেয়ার করতে পারবেন। আপনি গ্রুপের নাম দিতে পারেন, নোটিফিকেশন মিউট করতে বা কাস্টোমাইজ করতে পারেন এবং এই ধরনের আরও অনেক ফিচার রয়েছে যা ব্যবহার করতে পারেন।
ওয়েব ও ডেস্কটপ - দুইজায়গাতেই WhatsApp ব্যবহার করার সুবিধা থাকায় আপনি আপনার সব চ্যাট আপনার কম্পিউটারে সিঙ্ক করতে পারবেন এবং আপনি ওয়েব বা ডেস্কটপ যেখানে সুবিধা সেখান থেকে চ্যাট করতে পারবেন। শুরু করতে ডেক্সটপ অ্যাপ ডাউনলোড করুন অথবা web.whatsapp.com লিঙ্কে যান
ভয়েস কলের সাহায্যে আপনি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে ফ্রিতে কথা বলতে পারবেন*। এমনকি তারা বাইরের কোনও দেশে থাকলেও। এবং ফ্রি* ভিডিও কলের সাহায্যে, আপনি মুখোমুখি কথা বলতে পারবেন। WhatsApp ভয়েস ও ভিডিও কল আপনার ফোনের ভয়েস মিনিট খরচ করে না। এটি আপনার ফোনের ইন্টারনেট কানেকশন ব্যবহার করে। আর তাই কলের জন্য প্রচুর টাকা খরচ হওয়ার কথা ভাবতে হবে না।
WhatsApp এ আপনি আপনার একান্ত ব্যক্তিগত জিনিস শেয়ার করে থাকেন। আর তাই আমরা আমাদের সাম্প্রতিক ভার্সনের অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করেছি। এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা থাকলে, আপনি নিজে এবং যার সাথে চ্যাট করছেন শুধুমাত্র তিনি ছাড়া অন্য কেউ আপনাদের মেসেজ ও কল পড়তে বা শুনতে পাবেন না। এমনকি WhatsApp-ও নয়।
WhatsApp এ সাথে সাথে ফটো ও ভিডিও পাঠাতে পারবেন। আপনি বিল্ট-ইন ক্যামেরার সাহায্যে আপনার প্রিয় মুহূর্ত বা জিনিস ক্যামেরাবন্দি করতেও পারবেন। WhatsApp-এর সাহায্যে, এমনকি ধীর গতির ইন্টারনেট সংযোগ থাকলেও ফটো ও ভিডিও দ্রুত পাঠাতে পারবেন।
অনেক সময় মনের কথা বলে বোঝাতে বেশি সুবিধা হয়। এক ট্যাপেই ভয়েস মেসেজ রেকর্ড করতে পারবেন। ছোট একটা হ্যালো বা কোনও বিষয়ের খুঁটিনাটি - সবই রেকর্ড করে পাঠাতে পারবেন।
সহজেই PDF, ডকুমেন্ট, স্প্রেডশিট, স্লাইডশো ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেল করা বা ফাইল শেয়ারিং অ্যাপের ব্যবহার করার মতো ঝামেলা নিতে হবে না। আপনি 100 MB পর্যন্ত সাইজের ডকুমেন্ট পাঠাতে পারবেন। তাই আপনি যা চান তা সহজেই পেতে পারেন এবং যাকে ইচ্ছে তাকে পাঠাতেও পারেন।