WhatsApp কলিংয়ের সাহায্যে একসাথে আরও অনেক কিছু করুন
স্ক্রিন শেয়ার করা, কল শিডিউল করা ও কল লিঙ্কের সাহায্যে,
রিয়েল টাইমে কানেক্ট করা ও একসাথে কাজ করা আগে কখনও এত সহজ ছিল না।
iOS এবং Android ডিভাইসে বিনামূল্যে*, নির্ভরযোগ্য ভয়েস এবং ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনার কাছে গুরুত্বপূর্ণ লোকজনের সাথে যোগাযোগ বজায় রাখুন।

* ডেটা চার্জ প্রযোজ্য হতে পারে। বিস্তারিত জানতে আপনার পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।
স্ক্রিন শেয়ার করা, কল শিডিউল করা ও কল লিঙ্কের সাহায্যে,
রিয়েল টাইমে কানেক্ট করা ও একসাথে কাজ করা আগে কখনও এত সহজ ছিল না।

ভয়েস কলে আপনার ফ্রেন্ড ও পরিবারের লোকেদের সাথে কথা বলুন বা ওয়ান-অন-ওয়ান গ্রুপ ভিডিও কলে মুখোমুখি কথা বলুন। কল সর্বদা ফ্রি* ও আনলিমিটেড।
*আপনি যখন WiFi বা ডেটা প্যাকেজ ব্যবহার করে কল করেন



ভিডিও কল চলাকালীন শেয়ার করা স্ক্রিনের মাধ্যমে একসাথে প্ল্যান করুন ও ক্রিয়েটিভ আইডিয়া পান।
মিটিংয়ের সময় সেট আপ করার জন্য একটি ইভেন্ট তৈরি করুন, যেটি সবার শিডিউলের সাথে মানানসই হবে এবং সেই কারণে কেউ সেটি মিস করবেন না।
আপনার কলে যোগ দেওয়ার জন্য, কল লিঙ্ক পাঠিয়ে WhatsApp-এ যে কাউকে আমন্ত্রণ জানান।
সব সাইজের গ্রুপের জন্য অডিও হ্যাংআউট। অত্যন্ত উত্তেজনাপূর্ণ ফুটবল গেম, হোমওয়ার্ক সংক্রান্ত কোনও সমস্যায় আটকে পড়া অথবা বড় কোনও খবর শেয়ার করা, যাই হোক না কেন, কখনও কখনও আপনার গ্রুপ চ্যাটে উপলভ্য থাকা যেকোনও লোকের সাথে এইসব নিয়ে আপনার কথা বলতে ইচ্ছা করে।

আপনার পরিচিতি দেশে বা বিদেশে যেখানেই থাকুন, আপনি WhatsApp ব্যবহার করে 'ভয়েস কলের' মাধ্যমে তাদেরকে বিনামূল্যে কল করতে পারবেন। 'ভয়েস কল' আপনার মোবাইলের কল প্ল্যানের পরিবর্তে ফোনের ইন্টারনেট কানেকশন ব্যবহার করে। ডেটা চার্জ প্রযোজ্য হতে পারে। কল শুরু করার জন্য, আপনি যেখানে কল করতে চান সেই গ্রুপ চ্যাটটি খুলুন এবং আপনার কল শুরু করতে ফোন আইকনে ক্লিক করুন। আপনি কল ট্যাব থেকে আপনার আগে থেকে আছে এমন গ্রুপের বাইরে থাকা পরিচিতিদের বেছে নিতে পারবেন।
ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনি WhatsApp ব্যবহার করে নিজের পরিচিতিদের 'ভিডিও কল' করতে পারবেন। কল শুরু করার জন্য, আপনি যেখানে কল করতে চান সেই গ্রুপ চ্যাটটি খুলুন এবং আপনার কল শুরু করতে ভিডিও আইকনে ক্লিক করুন। আপনি কল ট্যাব থেকে আপনার আগে থেকে আছে এমন গ্রুপের বাইরে থাকা পরিচিতিদের বেছে নিতে পারবেন।
স্ক্রিন শেয়ার করে লোকজন তাদের স্ক্রিনে যা রয়েছে তা রিয়েল টাইমে শেয়ার করতে পারেন। স্ক্রিন শেয়ার করার জন্য আপনাকে অবশ্যই ভিডিও কলে থাকতে হবে। 'ভিডিও নিয়ন্ত্রণ' এর মধ্যে থাকা 'আরও বিকল্প' (তিনটি উল্লম্ব ডট) ট্যাপ করুন এবং তারপর 'স্ক্রিন শেয়ার করুন' বিকল্পে ট্যাপ করুন। আপনি WhatsApp দিয়ে রেকর্ডিং শুরু করতে চলেছেন সেটি জানাতে আপনার ফোনে একটি প্রম্পট দেখা যাবে।
কোনও জমায়েতের আয়োজনে সাহায্য করতে এবং কানেক্ট থাকতে, আপনি একক এবং গ্রুপ চ্যাটে ইভেন্ট খুঁজে তাতে যোগ দিতে পারেন। ইভেন্টে উপযোগী তথ্য থাকে যা লোকজন সহজে অ্যাক্সেস করতে পারেন। কোনও ইভেন্ট তৈরি করার জন্য, আপনার একক বা গ্রুপ চ্যাট খুলুন এবং 'যোগ করুন' (যোগ চিহ্ন) > 'ইভেন্ট'-এ ক্লিক করুন।
লিঙ্ক করা ডিভাইসের মাধ্যমে আপনি নিজের যেকোনও ডিভাইস থেকে নির্ভরযোগ্য, নিরাপদ ভাবে WhatsApp অ্যাক্সেস করতে পারবেন। আপনার প্রধান ফোনে একবারে সর্বোচ্চ চারটি ডিভাইস লিঙ্ক করে আপনি সংযুক্ত থাকতে পারবেন। আপনার WhatsApp অ্যাকাউন্ট রেজিস্টার করতে এবং নতুন ডিভাইস লিঙ্ক করতে তবুও আপনাকে নিজের প্রধান ফোন ব্যবহার করতে হবে।