১৮০টি দেশের প্রায় ২ বিলিয়নের বেশি মানুষ বন্ধু ও পরিবারের সাথে সবসময়ে যোগাযোগ রাখতে WhatsApp1ব্যবহার করে থাকেন। বিশ্বের সর্বত্র প্রায় সব ফোনেই WhatsApp বিনামূল্যে ব্যবহার করা যায়2 এবং এর মেসেজিং ও কলিং ফিচার খুবই সহজ, নিরাপদ এবং নির্ভরযোগ্য।
1 এবং হ্যা, WhatsApp নামটি What's Up অর্থাৎ 'কী খবর' এই মানে বোঝানোর জন্যই দেওয়া হয়েছে।
2 ডেটা চার্জ প্রযোজ্য হতে পারে।
এসএমএসের বিকল্প হিসেবে WhatsApp শুরু করা হয়েছিল। আমাদের প্রোডাক্টের মাধ্যমে এখন বিভিন্ন ধরনের মিডিয়া: টেক্সট, ফটো, ভিডিও, ডকুমেন্ট এবং লোকেশন এমনকি ভয়েস কল পাঠানো ও পাওয়া যায়। আপনি WhatsApp-এর মাধ্যমে আপনার কিছু অত্যন্ত ব্যক্তিগত মুহূর্ত অন্যের সাথে শেয়ার করেন, এজন্য আমাদের অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন তৈরি করেছি। প্রতিটি প্রোডাক্ট নির্মাণের পিছনে আমাদের আকাঙ্ক্ষা হলো যে কোনও বাধা ছাড়াই বিশ্বের যে কোনও জায়গায় মানুষকে যোগাযোগ করতে দেওয়া।
WhatsApp নির্মাণ করেছেন জান কুম এবং ব্রায়ান অ্যাক্টন, যারা আগে মিলিতভাবে Yahoo-তে ২০ বছর কাটিয়েছেন। ২০১৪ সালে WhatsApp, Facebook-এ যোগ দিয়েছে, তবে বিশ্বের যেকোনো জায়গায় দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে কাজ করে এমন একটি মেসেজিং পরিষেবা নির্মাণ করতে লেজার ফোকাস সহ একটি পৃথক অ্যাপ হিসেবে ধরাবাহিকভাবে কাজ করছে।