যেকোনও সময়ে যেকোনও জায়গা থেকে নিজের পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে কানেক্টেড থাকতে ১৮০টির বেশি দেশের প্রায় ২ বিলিয়নের বেশি মানুষ WhatsApp১ ব্যবহার করছেন। WhatsApp থেকে সারা বিশ্ব জুড়ে যেকোনও ফোনে বিনামূল্যে২ সহজে, নিরাপদে, নির্ভরযোগ্য উপায়ে মেসেজ পাঠানো এবং কল করা যাবে।
1 এবং হ্যাঁ, WhatsApp নামটি What's Up ফ্রেসটির উপর একটি কৌতুক।
2 ডেটা চার্জ প্রযোজ্য হতে পারে।
এসএমএসের বিকল্প হিসেবে WhatsApp শুরু হয়েছিল। এখন আমাদের প্রোডাক্ট অনেক ধরনের মিডিয়া পাঠানো ও গ্রহণ করা সাপোর্ট করে, যেমন: ভয়েস কল এবং সেই সাথে টেক্সট, ফটো, ভিডিও, ডকুমেন্ট ও লোকেশন। আপনার কিছু অত্যন্ত ব্যক্তিগত মুহূর্ত WhatsApp-এর মাধ্যমে শেয়ার করা হয়, সেই কারণে আমরা আমাদের অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন তৈরি করেছি। প্রতিটি প্রোডাক্ট সংক্রান্ত সিদ্ধান্তের পিছনে আমদের ইচ্ছা এটাই থাকে যে মানুষ পৃথিবীর যেখানেই থাকুন না কেন যেন নির্বিঘ্নে যোগাযোগ করতে পারেন।
Jan Koum এবং Brain Acton প্রায় ২০ বছর Yahoo-তে কাজ করার পর WhatsApp প্রতিষ্ঠা করে ছিলেন। WhatsApp ২০১৪ তে Facebook এ যোগ দেয়, কিন্তু আলাদা অ্যাপ হিসেবেই কাজ করেছে এবং সারা বিশ্বে মেসেজ পাঠানোর এবং গ্রহণ করার এক নির্ভরযোগ্য পরিষেবা হিসেবে কাজ করেছে।